ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত অধ্যক্ষ শেখ মনিরুজ্জামান মনির।

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মনিরুজ্জামান মনির (৫৭) নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে মোল্লাহাট-চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে গাড়ফা নিলের মাঠ জামে মসজিদ থেকে নামাজ শেষ করে নিজ মটরসাইকেলে করে মোল্লাহাট-চিতলমারী সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সঙ্গে সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যান অধ্যক্ষ মনিরুজ্জামান। অন্য মটরসাইকেলের চালক আনোয়ার হোসেন মিয়া (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহত আনোয়ারকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আনোয়ার বিভিন্ন ধরণের নেশায় আসক্ত ছিলেন। নেশা করে প্রায়ই এলাকা দিয়ে অতিরিক্ত গতিতে মটরসাইকেল চালাতেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, নিহতের মরদেহ তার নিজ বাড়িতে এবং আহতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১, মার্চ ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।