ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে কাস্টমস বিভাগের কর্মকর্তা কমিশনার হোসাইন আহমদ মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৬, মার্চ ১৩, ২০২১
এসএমএকে/কেএআর