মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বিকেলে বালিদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে বালিদিয়া বাজারের পাশে টোকন মিয়া নামে এক ঠিকাদারের অধীনে নতুন একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছিলেন শ্রমিক রায়হান। এ সময় ভুলবসত বিদ্যুতের লাইন সচল করে দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ ফুট উঁচু পোলের ওপর ঝুলে ছিলেন রায়হান।
তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী আবু আহসান মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস