মেহেরপুর: তিনটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিল্পপতি নামধারী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে মেহেরপুর থানা পুলিশ। শনিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহা দারা খান আরো বলেন, ঢাকার আদালতে সাজা পরোয়ানা তামিল করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঢাকা যুগ্ম দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইবুনাল ৭ নম্বর আদালতের বিচারক হাবিবুর রহমান হাবিব কে সি আর ৯৪৮১৫। দায়রা ৩৪০১৭ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এদিকে একই আদালত সি আর ৯৬৩১৫,দায়রা ৩০৬১৭ ঢাকা যুগ্ম দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইবুনাল ১৯ নং আদালতের বিচারক সি আর ৯০১৫, দায়রা ১১৫৭১৫ মামলাতেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। সে থেকে হাবিবুর রহমান পলাতক ছিলেন।
সাজা মাথায় নিয়ে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন হাবিব। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আমঝুপি গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।
গ্রেফতারের পর শনিবার সন্ধ্যার আগে হাবিবর রহমানকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, হাবিব গত বছরের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের মঞ্চে বিপুল পরিমাণ লোকজনসহ উপস্থিত হন। এ সময় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে হাবিব মঞ্চে উঠে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
এছাড়া এই নামধারী শিল্পপতি হাবিবুর রহমান গত জেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরে উপস্থিত হয়ে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে ব্যাপক আলোচিত হন।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআইএস