বাগেরহাট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি বলেছেন, যেকোনো পণ্য পরিবহনের জন্য সব থেকে কম খরচ ও নিরাপদ মাধ্যম হচ্ছে নদীপথ।
নদী পথকে সচল রাখতে সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে মোংলার জয়মনির গোলে ৭শ ৯৩ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ইনারবার ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দর জেটিতে নির্বিঘ্নে জাহাজ আগমন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌপরিবন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন, ইনারবার ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ শওকত আলীসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৫০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/এসআইএস