ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৮ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
যাত্রাবাড়ীতে ৮ জুয়াড়ি আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আট জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।

আটকরা হলেন মাহবুব ওরফে মফিজ (৪৭), সিরাজ শেখ (৫৫), আশু মিয়া (৩৭), সোলাইমান (৬০), আদিল (৪৩), ফজল (৫০), আসলাম শেখ (৫০) ও মনির হোসেন (৬৫)।

শনিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৮ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করে।  
এসময় তাদের কাছ থেকে  ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ছয়টি মোবাইল ফোন ও  পাঁচ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬২৬ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএমআই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।