ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটির গার্ডার ভেঙে আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বিআরটির গার্ডার ভেঙে আহত ৬, একজনের অবস্থা  আশঙ্কাজনক

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনার কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে তিন চীনা শ্রমিকসহ ছয় জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত পাঁচজন আশঙ্ককামুক্ত হলেও এক চীনা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ হেলে ভেঙে পড়ে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে দু’জন চীনা নাগরিক ও দু’জন বাংলাদেশী শ্রমিক রয়েছেন।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।  আহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল।

এদিকে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মোট ছয় জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক ও তিন জন বাংলাদেশী শ্রমিক। আহতরা সবাই এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো) ভর্তি রয়েছেন। আহত ছয়জনের মধ্যে আশঙ্ককামুক্ত পাঁচ কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি চীনা নাগরিক।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১/ আপডেটেড: ১৬০৬ ঘণ্টা
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।