লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫টি দোকান পুড়ে গেছে।
রবিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, আগুনে পৌরসভার ৫৫টি টিনশেড এবং পার্শ্ববর্তী আরও প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মোমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রামগতি এবং কমলনগর ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের টিন, চাল এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসএইচডি/এফএম