বরিশাল: বরিশাল নগরের কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নোমান হাফিজ (১৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শনিবার (১৩ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নোমানকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ হামজা নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়। হামজা বরগুনার জেলার বামনার আমতলী এলাকার বাসিন্দা মো. জাফরের ছেলে। আর নোমান বরগুনা জেলার বামনার আমতলী এলাকার হাফিজ আকতারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিল শেষে নেছারাবাদ থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) যোগে মাদ্রাসার কয়েকজন ছাত্র বরিশালের দিকে যাচ্ছিলো। শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের কাশিপুর এলাকায় থ্রি হুইলারটি পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় হামজা ও আহত হয় থ্রি হুইলারের চালকসহ পাঁচ জন।
বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক মো. রাজিব বাংলানিউজকে জানান, বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/আরআইএস