ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ মার্চ) বেলা ১টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বাংলানিউজকে জানান, ডিএমপি প্রধান কার্যালয়ের একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
পিএম/কেএআর