ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক ক্ষেতের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রঙ্গিলা খাতুন কুষ্টিয়ার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, তিন সন্তানের জননী রঙ্গিলা গতকাল শনিবার বিকেলে মাঠে ছাগল আনতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পরেও তাকে কোথাও পায়নি পরিবারের সদস্যরা। পরে রোববার সকালে তার প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে মনিরুল ইসলাম নামে এক কৃষকের তামাক ক্ষেতে রঙ্গিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম বলেন, রঙ্গিলার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিলো না। পারিবারিকভাবেও আমাদের মধ্যে কোনো কলহ ছিলো না। কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রঙ্গিলা খুব সাধারণ নারী ছিলেন। তিনি সারাদিন মাঠে ছাগল চরিয়ে বেড়াতেন। তবে তিনি একটি মামলার সাক্ষী ছিলেন।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।