ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু বসেছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে লাটিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা রেললাইনের পাশে লাটিম খেলছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।