ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ঢাকা: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধাবী অবান্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

রিমান্ডে দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।  

এর আগে গত ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি তিনদিন অবান্তিকাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল গত ১৩ জানুয়ারি ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে অবান্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে।

এরপর আদালতের কাছে রিমান্ড আবেদন করলে আদালত অবন্তিকা বড়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিকে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবান্তিকার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১ 
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।