ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে মো. হাবিব মীর (৬০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

রোববার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ভাণ্ডারিয়া-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই জেলার ইন্দুরকানী উপজেলা সদরের বাসিন্দা।  

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী মো. কামরুল ইসলাম (৪০), তার স্ত্রী তাসলিমা বেগম (৩৬), মেয়ে ফারজানা ইয়াসমিন মীম (১৬), উপজেলার পশারিবুনিয়া গ্রামের মিল্টন হাওলাদারের স্ত্রী মিনতি হালদার (৩৫) ও তার দুই মেয়ে তৃষ্ণা (১৩), কথা (৭), ইন্দুরকানী উপজেলার মোশারেফ হোসেনের ছেলে আ. জলিল মিয়া (৪০) খুলনার আবুল কাসেমের স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের  মানিক  (৩৩)।  

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ভাণ্ডারিয়া থেকে চরখালীগামী যাত্রীবাহী একটি আটোরিকশার সঙ্গে দক্ষিণ শিয়ালকাঠী এলাকায় ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ১০ জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাবিবকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নয় জনের মধ্যে গুরুতর আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।  

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।