ঢাকা: হলুদ সাংবাদিকতা দেশের জন্য এবং দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ দেশের অলংকার।
রোববার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত ‘বাসাজ পুরস্কার ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার সময় দেশের অবস্থা খুব ভালো ছিলো না। কিন্তু এখন নানা সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। পদ্মাসেতুসহ আরও অনেক বড় প্রকল্প শেষের দিকে। শেখ হাসিনা থাকলে, দেশের উন্নয়নও চলবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, গণমাধ্যম আমাদের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের ত্রুটি ও অন্যায় তুলে ধরছেন।
তিনি বলেন, সরকার সব সময় গণমাধ্যমের কল্যাণে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের দাবি ‘গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার নীতিমালা’র প্রণয়নের জন্য আমরা কাজ করছি।
বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
ডিএন/এএটি