ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলকারখানার মহাপরিদর্শক পদে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
কলকারখানার মহাপরিদর্শক পদে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ

ঢাকা: অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে যোগ না দিলে তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে।
 
রোববার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 
 
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ জানুয়ারির একটি প্রজ্ঞাপনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি এখন পর্যন্ত বদলি হওয়া কর্মস্থলে যোগ দেননি।
 
এতে আরও বলা হয়, এক্ষেত্রে তিনি আগামী ১৫ মার্চের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় আগামী ১৫ মার্চ অপরাহ্ন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।