ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে ভাল্লুকের আক্রমণে আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আলীকদমে ভাল্লুকের আক্রমণে আহত ১ ভাল্লুকের আক্রমণে আহত ক্রইল ম্রো

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সম থং পাড়ায় মাছ ধরার সময় বন্য একটি ভাল্লুকের আক্রমণে ক্রইল ম্রো (৭৬) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) ভোরে এ আক্রমণের শিকার হন তিনি।

ক্রইল ম্রো ওই পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) রাতে সম থং পাড়ার পাশে একটি ঝিড়িতে মাছ ধরার জন্য একটি জাল পেতে আসেন ক্রইল ম্রো। পরে রোববার ভোরে সেখানে জাল তুলতে গেলে বন্য একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বলাইপাড়া আর্মি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে সেনাবাহিনীর চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠান।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভাল্লুকের আক্রমণে দু’জন আহত হয়। সে সময় তাদেরও উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।