ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডুয়েকার সভাপতি শহীদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জুলফিকার আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
ডুয়েকার সভাপতি শহীদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ...

ঢাকা: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়েকা) এর ২০২১-২২ মেয়াদে বিটিআরসির কমিশনার প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান মিন্টুকে সভাপতি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জুলফিকার আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।  

রোববার (১৪ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সেমিনার কক্ষে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান মিন্টু এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১ 
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।