ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মশক নিধনে স্পেন থেকে কীটনাশক আমদানিতে আতিকের আগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
মশক নিধনে স্পেন থেকে কীটনাশক আমদানিতে আতিকের আগ্রহ কথা বলছেন মেয়র আতিকুল ও স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: মশক নিধনে স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।  

ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাসের কাছে এই আগ্রহ প্রকাশ করেন ডিএনসিসি মেয়র।

রোববার (১৪ মার্চ) দুপুর ১২টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনের উভয় পক্ষের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ সালাস বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত আরও বলেন, নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে। সেগুলো আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই।

সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।