ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলে দেওয়া হয়েছে ঢাবির নীলক্ষেত মোড়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
খুলে দেওয়া হয়েছে ঢাবির নীলক্ষেত মোড়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ

ঢাকা: খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত মোড়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে এ সড়কটি।

এর ফলে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ফুলার রোড হয়ে নীলক্ষেত মোড়ে যাওয়ার সড়কটি আবারও চালু হয়েছে। যা ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাস সতর্কতায় বন্ধ করে দিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী রোববার (১৪ মার্চ) দুপুরে বাংলানিউজকে জানিয়েছেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ খুলে দেওয়া হয়েছে। তবে এ সড়কটি কতদিন খোলা থাকবে বা পুনরায় কবে বন্ধ করা হবে সে সিদ্ধান্ত করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে গ্রহণ করা হবে। করোনা পরিস্থিতি বৃদ্ধি পেলে এটি আবারও বন্ধ করা হবে।

এর আগে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ প্রবেশ গেটে বাঁশের ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে শুধু শাহবাগ মোড় ও কার্জন হল এলাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল। তবে এখন নীলক্ষেত দিয়েও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ বা বের হওয়া যাবে।

এদিকে দীর্ঘদিন সড়কটি বন্ধ থাকার পর খুলে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।