ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নৌযান শ্রমিকদের মজুরি ২০ হাজার ও ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
নৌযান শ্রমিকদের মজুরি ২০ হাজার ও ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণের দাবি বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেছেন, শুক্কুর মাহমুদ ও আইনুল হোসেন উত্তমের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে ১১ বছরে পা দিয়েছে। নৌযান শ্রমিকদের কোনো সময় সীমা নেই।

রাত দিন ২৪ ঘণ্টাই তাদেরকে কাজ করতে হয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে নদীতে থাকতে হয়। সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত, জলদস্যুদের দ্বারা নৌযান শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে।

রোববার (১৪ মার্চ) বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন সবুজ শিকদার।

সমাবেশের পরে একটি র‍্যালি বের হয়ে নারায়ণগঞ্জ পাঁচ নম্বর খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়।

তিনি আরও বলেন, নৌযান শ্রমিকরা মজুরি বৈষম্যে ভুগছে। কিছু মালিক শ্রমিকদের ন্যায্য দাবি থেকে বিতাড়িত করার পায়তারা করে। মালিকরা সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকরা বিভিন্ন দফতরের লোকজনদের দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছিত অপমানিত হচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নৌযান শ্রমিকরা স্বল্প খরচে সারাদেশে পণ্য পৌছে দিচ্ছে। মাসের পর মাস তারা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না থাকায় শ্রমিকরা বিভিন্ন সময়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। কিন্তু শ্রমিকদের পরিবার ক্ষতিপূরণ সঠিকভাবে পায় না। শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণের দাবি জানান তিনি। নৌযান শ্রমিকদের দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জুয়েল প্রধান, সিদ্ধিরগঞ্জ শাখার সেক্রেটারী বিউটি আক্তার,  শ্রমিক লীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহেল সরদার, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খান, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও দশআনি মোহনপুর শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সারুলিয়া ঘাট শাখার সভাপতি শামীম আহমেদ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সারুলিয়া শাখার সাধারণ সম্পাদক পান্না মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, কাওটাইল শাখার সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, তারাবো শাখার সভাপতি জালাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।