নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে শায়েস্তা খান রোডে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি করার সময় এক চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
রোববার (১৪ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
শনিবার (১৩ মার্চ) শহরের জেলা সরকারি গণ গ্রন্থাগারের সামনে শায়েস্তা খান রোডে ফুটপাতে অবস্থিত অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি করার সময় আব্দুল্লাহ ওরফে বিজয় চন্দ্র দাসে (৩০) হাতেনাতে আটক করা হয়। বিজয় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন নদীরাবাদ এলাকার গোপাল চন্দ্র দাসের ছেলে।
তার বিরুদ্ধে পৃথক থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
কেএআর