ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম (৩০) নামে পথচারী এক দৃষ্টি প্রতিবন্ধী ও সুফিয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ভজনপুরে জাতীয় মহাসড়কে ও বোদা পৌর সদরের বোদা-দেবীগঞ্জ সড়কের ওয়াই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাজুল জেলা শহরের কামাত কাজলদিঘী গাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাফেজি পড়াশোনা করতেন। আর সুফিয়া বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মীরপাড়া গ্রামের রইসুল করিমের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভজনপুর মহাসড়কে একটি ট্রাক পথচারী দৃষ্টি প্রতিবন্ধী তাজুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।  

অন্যদিকে, পঞ্চগড়ের বোদায় বালুবাহী মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুপিয়া খাতুন নামে এক নারীর নিহত হন। এ সময় গুরুত্ব আহত হয়েছেন নিহতের স্বামী রইসুল করিম (৭০), অটোরিকশা চালক জসিম উদ্দিন (৪০) ও যাত্রী দুলাল সরকার (৫০)। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রার্থমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।