ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবিরে সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
রোহিঙ্গা শিবিরে সংঘর্ষে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ জুবায়ের (২১) নামে একজন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল ওরফে সুনিয়া (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।

মোহাম্মদ জুবায়ের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের শেড নম্বর-৮৮৫, এমআরসি নম্বর-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। আহত জলিল ওরফে সুনিয়া একই ব্লকের শেড নম্বর-৮৬৪/৬, এমআরসি নম্বর-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে।

রোববার (১৪ মার্চ) সকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। দুপুরে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেন।

তারিকুর রহমান জানান, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ হোসাইন ওরফে পুতিয়া গ্রুপের সদস্যরা বিবদমান সালমান শাহ গ্রুপের সদস্য সি-ব্লকের শেড নম্বর-৮৮৫, এমআরসি নম্বর-৩৫৬৫৫ এর বাসিন্দা জুবায়েরকে তুলে নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী এলাকায় নিয়ে তাকে গুলি করে হত্যার পর ফেলে যায়।

এ ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে রোববার ভোর ৪টায় একই ব্লকের শেড নম্বর-৮৬৪/৬, এমআরসি নম্বর-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়াকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। উপস্থিত লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর ক্যাম্পে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।