মুন্সিগঞ্জ: এক সপ্তাহ আগে জন্ম নিয়েছিলো চড়ুই পাখির চারটি ছানা। একটি রেস্টুরেন্টের রান্নাঘরের বৈদ্যুতিক মিটার বক্সের ভেতরে বাসা বেঁধেছিলো একটি চড়ুইপাখি।
বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ধোয়ায় বক্সের ভেতরে থাকা চারটি চড়ুই ছানার মৃত্যু হয়েছে। ছানাগুলোকে বের করে আনা হলে সন্তানদের আশেপাশে ছোটাছুটি করছিলো মা পাখিটি।
রোববার (১৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ শহরের পৌর মার্কেটের দোতলার ইউরে ক্যাফে শর্মা হাউজের রান্নার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেস্টুরেন্টটির মালিকপক্ষ মো. হাসিব শেখ বলেন, আমাদের চোখের সামনেই ধীরে ধীরে বড় হয়ে উঠছিলো চারটি চড়ুইয়ের ছানা। মাঝেমধ্যে ভেতরে ছানাদের উপযোগী খাবারও দেওয়া হতো। প্রতিদিন খোঁজখবর রাখা হতো। গতকালও দেখেছিলাম, ঠিকমতো বড় হচ্ছিলো। আজ সকালে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন দৌড়ে ছুটে যাই। গিয়ে দেখি ছানাগুলোর থাকার স্থানে আগুন পৌঁছায়নি। কিন্তু তীব্র ধোয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে ছানাগুলো। সেখান থেকে বের করে বাইরে রাখা মাত্রই ছানাগুলোর মা ছোটাছুটি করছিলো। হয়তো আগুন লাগার সময় মা বেরোতে পারেনি।
তিনি বলেন, দুইটি ফ্রিজ, একটা ওভেন, শাকসবজি, মাংস, মসলাসহ নানা সামগ্রীর ক্ষতি হয়েছে। রেস্টুরেন্টে আগুন লেগে ক্ষতিতে যতটুকু মন খারাপ হয়েছে তার থেকে বেশি খারাপ লেগেছে ছানাগুলোর মৃত্যুতে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। রেস্টুরেন্টের রান্নাকক্ষে ফ্রিজগুলো গাদাগাদি করে রাখার কারণে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের মাত্রা কমলেও প্রচণ্ড ধোয়া বেরোচ্ছিলো। আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ভেতরে ছিলো না। এ অগ্নিকাণ্ডে তাদের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এএটি