কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (১২) নামে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোরের মৃত্যু হয়।
ইব্রাহিম ওই উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) দুপুরে মোটরসাইকেলের পেছনের সিটে বসে কিছু কাঠ নিয়ে কুষ্টিয়া-মেহরপুর সড়ক দিয়ে কাতলামারী এলাকায় যাচ্ছিল ইব্রাহিম। পথে সদরপুর আমতলার কাছে একটি ট্রাকের সঙ্গে কাঠ বেঁধে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ইব্রাহিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নেওয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়।
বিকেলে আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজ বাংলানিউজকে এ তথ্যে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস