ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১৭ মার্চ দেশে দোকান-মার্কেট বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
১৭ মার্চ দেশে দোকান-মার্কেট বন্ধ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশে বড় বড় দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  

শনিবার (১৩ মার্চ) আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (১৪ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন।

 

তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে সারাদেশে সব মার্কেট, শপিংমল, বড় বড় দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, হোটেল, ওষুধের দোকান ইত্যাদি খোলা থাকবে।  

হেলাল উদ্দিন বলেন, আমরা আরও কিছু কর্মসূচি নেওয়ার কথা ভাবছি। আগামী সোমবার (১৫ মার্চ) একটি সভা আছে। সেখানে এ নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হলে তখন জানাবো।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।