বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আব্দুল জালিল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৪ মার্চ) দুপুরে যশোর-বেনাপোল হাইওয়ের বিজিবি চেকপোস্ট থেকে স্বর্নের এ চালানটি আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ন চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৩০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআই