ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেট: সিলেটে পুকুরে ডুবে তাজউদ্দিন (৪) ও আলী হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজউদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে অভিভাবকরা শিশু দুটির সন্ধান করতে গেলে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন পাশের বাড়ির শরাফত আলীর পুকুরে শিশু দুটির মরদেহ পাওয়া গেছে। স্বজনরা সেখানে ছুটে গিয়ে তাজউদ্দিন ও আলী হোসেনের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বাংলানিউজকে বলেন, বাড়ির কাছে পতিত জমিতে শিশু দুটি খেলাধুলায় মগ্ন ছিল। বেলা ১২টার দিকে রুবেল আহমদের স্ত্রী জুমি বেগম ছেলে তাজউদ্দিনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। তখন পার্শ্ববর্তী প্রবাসী আব্দুস শহীদের স্ত্রী নাছিমা বেগমও তার ছেলে আলী হোসেনকে না পেয়ে তারা দুজনসহ বাড়ির অন্যান্যরা শিশু দুটিকে খোঁজাখুজি করতে থাকেন।

এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী ঘরের তাহমিনা বেগম রুবেল আহমদের ছেলেকে পার্শ্ববর্তী শরাফত আলীর পুকুরে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে স্বজনরা দৌঁড়ে গিয়ে শিশু তাজউদ্দিনকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে শিশু আলী হোসেনের মরদেহও পুকুরে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করেন স্বজনরা।

ওসি জানান, ময়না তদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।