ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৯০টি চারাসহ গাঁজা চাষি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ফেনীতে ১৯০টি চারাসহ গাঁজা চাষি আটক

ফেনী: ফেনীর দাগনভূঞায় ১ কেজি শুকনো গাঁজা ও বাড়ির ছাদের টবে চাষ করা ১৯০টি গাঁজা গাছের চারাসহ এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) বিকেলে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর এলাকা অভিযান চালিয়ে জাফর ইমাম ঝন্টু (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে শুকনো গাঁজা ও গাঁজার চারাগুলো উদ্ধার করা হয়। আটক হওয়া জাফর ইমাম ঝন্টু দীর্ঘদিন যাবত মুরগির খামারের আড়ালে বাড়ির ছাদে টবে গাঁজার চাষ করে আসছেন।

এই বিষয়ে দাগনভূঞা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে, আসামিকে সোমবার (১৫ মার্চ) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক জাফর ইমাম ঝন্টু দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর এলাকার মো. আবদুল মান্নানের ছেলে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১ 
এসএইচডি/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।