কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে ট্রাকের চাপায় সুমন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে ব্যবসার কাজে কটিয়াদী উপজেলার দিকে যাচ্ছিলেন সুমন। পথে পুলেরঘাট বাজারে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বন্ধু মোজাম্মেল হক নিরব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআই