গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্যাংকলড়ি চাপায় নাভানা ফার্মার বিক্রয় প্রতিনিধি আল-আমিন (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৫ মার্চ) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি গোবিন্দগঞ্জে এরিয়ায় নাভানা ফার্মার বিক্রয় হিসেবে নিয়োজিত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯ টার দিকে দক্ষিণবন্দর এলাকায় তেলের পাম্পের সামনে মোটরসাইকেলে করে মহাসড়ক পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন আল-আমিন। এসময় রংপুরগামী একটি ট্যাংকলড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বাংলানিউজকে জানান, চালক পালিয়ে গেলেও ট্যাংকলড়িটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
কেএআর