সাভার (ঢাকা): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন বিকাশ নামের এক শিক্ষার্থী। এঘটনার ১৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে নামাবাজার ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে, রোববার (১৪ মার্চ) রাত ৮ টার দিকে নামাবাজার এলাকায় ব্রিজ থেকে বংশী নদীতে লাফ দেয় বিকাশ।
নিহত বিকাশ কুষ্টিয়ার দৌলতপুর থানার বাহির মাদিম গ্রামের আমানের ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের কাছে জানা গেছ, রেডিওকলোনি এলাকা থেকে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হয়। সেই জুতা দেখেই বিকাশ নদীতে ঝাঁপ দিয়েছে বলে আশংকা করেন স্বজনরা। পরে তার ফেসবুকে স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের প্রধান মো. সঞ্জয় খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে সাত সদস্যের একটি ডুবরি দল নামাবাজার ব্রিজের নিচে খোঁজা শুরু করেন। পরে প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
কেএআর