ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ হাফিজুল ইসলাম (৪৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক হাফিজুল ইসলাম লক্ষীদাড়ী গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল লক্ষীদাড়ী সীমান্তে অভিযান চালায়। এ সময় লক্ষীদাড়ী উত্তরপাড়া সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে স্বর্ণ চোরাকারবারি হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি প্যাকেটে রক্ষিত ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।