ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আইসিসিবিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসিবিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলছে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে এক যুগ তথা ১২ বছরে পদার্পণ করলো দৈনিকটি।

 

সোমবার (১৫ মার্চ) সকাল থেকেই আইসিসিবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।  
এ সময় অন্যান্যদের মধ্যে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজ টুয়েন্টিফোর টিভির হেড অব নিউজ রাহুল রাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটুয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহারের নেতৃত্বে বাংলানিউজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, সিনিয়র আউটপুট এডিটির (ইংলিশ) এস এম সালাউদ্দীন, লাইফস্টাইল এডিটর শারমিনা ইসলাম, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, প্রধান প্রতিবেদক ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।

এর আগে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রতিদিন পরিবারের সদস্যরা ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, এমপি ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি তাহজিব আলম সিদ্দিকী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

আরও পড়ুন>>
** ১২ বছরে বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসএইচএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।