ঢাকা: রাজধানীর গাবতলীতে আলিফ পরিবহনের চাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৫ মার্চ) সকালে গাবতলী খালেক বাস কাউন্টার সংলগ্ন মেইন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাসচাপায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তখন এক পথচারী তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এজেডএস/এনটি