ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
কবিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ৪ প্রতীকী

নোয়াখালী: গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর কবিরহাটে আহছান উল্যাহ আনিস (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনিস ওই বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে।

আটক চারজন হলেন- তবারক আলী চৌকিদার বাড়ির দেলোয়ার হোসেন (৬৫), নাসিমা আক্তার (২৪), শারমিন আক্তার (২৫), রনি আক্তার (২২)। আটকরা একই পরিবারের সদস্য।

চাপারশিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে বাড়ির ভেতরের পুকুর পাড়ের পাশে নিজ জায়গায় একটি গাছ কাটতে যান আনিস। তিনি দীর্ঘদিন থেকে ওই জায়গা ও গাছের ভোগ দখলে ছিলেন। ওই সময় একই বাড়ির দুঃসম্পর্কের জেঠাতো ভাই, ভাতিজা, ভাতিজিরা গাছ কাটতে বাধা দেন।  
একপর্যায়ে গাছ কাটা নিয়ে আনিসের সঙ্গে তাদের বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে একই বাড়ির রুবেল তার বাবা দেলোয়ার হোসেন, রুবেলের স্ত্রী ও বোন আনিসকে গাছ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পুকুর পাড়ে পিটিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্ত একই পরিবারের চার জনকে আটক করা হয়েছে। রুবেল নামে আরও এক অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। গাছ কাটা নিয়ে বিরোধে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।