পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপ ভ্যানের চাপায় আবু জাফর তালুকদার (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মঠবাড়ীয়া-ভান্ডারিয়া সড়কের ইকড়ি বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক জাফর তালুকদার জেলার মঠবাড়ীয়া
উপজেলার তুষখালী গ্রামের মোদচ্ছের আলী তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মাছ বহনকারী একটি পিকআপভ্যান ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আবু জাফর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস
জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এনটি