ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘সুবর্ণজয়ন্তীতে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
‘সুবর্ণজয়ন্তীতে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি’

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিয়ানমার সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কি-না। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা আসতে পারবেন না। আর মিয়ানমারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। মিয়ানমারের সরকার প্রধান এখন কে, সেটাই বোঝা মুশকিল। সে কারণে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব এশিয়া) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুল হক।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।