সিরাজগঞ্জ: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতা আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
সোমবার (১৫ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
আটক তিনজন হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরদারপাড়া গস্খামের আজাদ হোসেনের ছেলে আপেল সরকার (৩২), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গৌরিপাড়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে মোস্তাহারুল হাসান ওরুফে রিপন (৪৩) ও একই জেলার নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গস্খামের জালাল উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (৩৭)।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৪ মার্চ) রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনের অভিযান চালিয়ে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা, ৪টি মোবাইলফোন ও ৭টি সিম জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআরএস