ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উপহার দিয়েছেন ঢাকার চীনা দূতাবাস।
সোমবার (১৫ মার্চ) গণভবনে এই উপহার হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ভাস্কর্য হস্তান্তর করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৫ , ২০২১
টিআর/এএ