জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সোমবার (১৫ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা এ অভিযান পরিচালনা করেন।
এমএম আশিক রেজা বাংলানিউজকে জানান, নিম্নমানের খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় পাঁচবিবি শহরের আনছার বেকারিকে ২০ হাজার ও বৈশাখী বেকারির পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দোকানে বিক্রয় পণ্যের মূল্য তালিকা ঝুলানো না থাকায় সাত হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআরএস