ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহানারা ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমজুরের কাজ করেন। বর্তমানে দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে বাসায় থাকতেন তিনি।  

রোববার (১৪ মার্চ) রাত ৮টার দিকে ওই গৃহবধূ দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর বাড়ি থেকে বের হয়ে যান। রাতভর খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন কৃষি কাজের জন্য মাঠে গেলে ওই গৃহবধূকে বাঁশঝাড়ে ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে দেবীগঞ্জ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।