ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অটিজমকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
অটিজমকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজমকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম নিয়ে কাজ করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

সোমবার (১৫ মার্চ) বিকেলে কালের কণ্ঠ ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট: বর্তমান পরিপ্রেক্ষিত ও সুপারিশ’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত হিসেবে সারা বিশ্বে কাজ করেছেন। আমাদের বাজেট অটিজম সংশ্লিষ্ট বিষয়গুলো অর্ন্তভুক্ত করে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের অনেক ত্রুটিবিচ্যুতি আছে। জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা দরকার। সেটা পারছি না। আমি মনে করি, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং ঐক্যবদ্ধ আছেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু না থাকায় ২১ বছর দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হয়েছি। পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে একটি দীর্ঘ লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। এ কাজ করতে গিয়ে আমাদের সব পেশাজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাম ও শহরের মানুষকে বিবেচনায় নিতে হয়েছে। ২০৪১ সালে উন্নয়নশীল বাংলাদেশের যে অঙ্গীকার নিয়ে কাজ করা তার সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজও চলছে।

কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্র্টার তৌফিক মারুফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ও বক্তব্য দেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।