বরিশাল: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রুবেল সরদার (৩০) নামে এক ডেকোরেটর শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর-ধামুরা আঞ্চলিক সড়কের আমড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের মজিবর সরদারের ছেলে ও ধামুরা বন্দরের ইসরাইল ডেকোরেটরের দোকানের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়াবাড়ি নামকস্থান অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে দুই নসিমনের সংঘর্ষ হয়। এ সময় নসিমন থেকে ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় রিয়াজ ঢালী নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা রিয়াজ ঢালী নসিমন চালক।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, দুর্ঘটনাকবলিত নসিমন দু’টি জব্দ করা হয়েছে। তবে নসিমন চালকদের আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/ওএইচ/