ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোদীর সফর: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শ্যামনগরে র‌্যাব ডিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
মোদীর সফর: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শ্যামনগরে র‌্যাব ডিজি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শ্যামনগরে র‌্যাব ডিজি। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দিরসহ সংশ্লিষ্ট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চেীধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৫ মার্চ) যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাডসহ নিরাপত্তার বিষয়ে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় কেউ ব্যাঘাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ।

এর আগে র‌্যাব মহাপরিচালক মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাড স্থানসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।