ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জনকণ্ঠের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জনকণ্ঠের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

ঢাকা: বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট দাবি করায় দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ (শতাধিক লোক) সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে অফিসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুতরা।

প্রতিষ্ঠানের সম্পাদক ও মালিকের পক্ষ থেকে ৬০ শতাংশ কর্মীর ইমেইলে ১৫ মার্চ একটি করে টার্মিনেশন লেটার (অব্যাহতিপত্র) পাঠানো হয়।

এবং ওই নির্দেশ ১৫ মার্চ (আজ) থেকেই কার্যকর করা হবে বলে মেইলে জানানো হয়।

সোমবার (১৫ মার্চ) এই অব্যাহতিপত্র পাওয়ার পর তাদের জনকণ্ঠ ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে ভবনের ভেতরে মালিক তার ভাড়া করা বাহিনী আগে থেকেই এনে রেখেছেন। তাদের গেটের ভেতরে অবস্থান করতে দেখা যায়।

জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীর ইউনিট চিফ ও সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, আজই সবাইকে ইমেইলের মাধ্যমে অব্যাহতিপত্র দিয়েছে কর্তৃপক্ষ। আবার আজই তা কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। জনকণ্ঠ ইউনিটের ৬০ শতাংশ সাংবাদিক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আমাদের এভাবে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করতে পারে না।

এদিকে জনকণ্ঠ ভবনের গেটে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। চাকরিচ্যুতরা ভবনের বাইরে অপেক্ষা করছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।