ঢাকা: রাজধানীর ইস্কাটনে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা।
সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় সড়ক অবরোধ করে বসে পড়েন তারা।
সোমবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে তাৎক্ষণিক নোটিশের মাধ্যমে ৬০ শতাংশ সাংবাদিক ও কর্মচারীকে চাকরিচ্যুত করেছে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ। এছাড়াও সংবাদকর্মীদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়নি। কী কারণে কর্মী ছাঁটাই করা হয়েছে সেটিও নির্দিষ্ট করে বলেনি।
সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জা খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দারিয়া, কার্যনির্বাহী কমিটির সদস রোমানা জামান, ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসজেএ/এএ