ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলামোটর-মগবাজার সড়ক অবরোধ জনকণ্ঠের চাকরিচ্যুতদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
বাংলামোটর-মগবাজার সড়ক অবরোধ জনকণ্ঠের চাকরিচ্যুতদের

ঢাকা: রাজধানীর ইস্কাটনে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা।  

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় সড়ক অবরোধ করে বসে পড়েন তারা।

এতে বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।  

সোমবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে তাৎক্ষণিক নোটিশের মাধ্যমে ৬০ শতাংশ সাংবাদিক ও কর্মচারীকে চাকরিচ্যুত করেছে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ। এছাড়াও সংবাদকর্মীদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়নি। কী কারণে কর্মী ছাঁটাই করা হয়েছে সেটিও নির্দিষ্ট করে বলেনি।  

সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জা খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দারিয়া, কার্যনির্বাহী কমিটির সদস রোমানা জামান, ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।