সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সোমবার (১৫ মার্চ) ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ তদন্ত শুরু করেছেন।
তদন্ত দলে আরও রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আব্দুল হালিম খান এবং সিনিয়র সহকারী সচিব বিপ্লব দেবনাথ।
তদন্ত দলের সদস্যরা কলারোয়া উপজেলা মিলনায়তনে নির্বাচনের দিনে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশসহ পরাজিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। তারা তাদের লিখিত জবানবন্দিও লিপিবদ্ধ করেন।
জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কয়েকজন পরাজিত প্রার্থী সংক্ষুব্ধ হয়ে পুনঃনির্বাচনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। এই আবেদন নিষ্পত্তি হতে দেরি হওয়ায় তারা হাইকোর্টে রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই তদন্ত চলছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যদেরও জবানবন্দি নেওয়া হবে।
কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী নার্গিস সুলতানা।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আরএ