ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড উদ্বোধন

ঢাকা: ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২১ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রদর্শনী হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সিনেমা একটি সমাজের রূপরেখা। সমাজ পরিবর্তনে সিনেমা সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি ৭১’র এ যেমন ছিল এখনও তেমন রয়েছে। বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতারা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে সুনাম অর্জন করছে। চলচ্চিত্রের নিত্য-নতুন প্রযুক্তি ও নতুন ধারার সঙ্গে অভ্যস্ত হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের উন্নয়নে সরকার সব সময়ই কাজ করে যাচ্ছে। এ খাতের উন্নয়নে এক হাজার কোটি টাকাও বরাদ্দ করেছে সরকার। ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের বুদ্ধিমত্তা ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনলাইনে যুক্ত হন ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের সভাপতি তাহা আয়হান।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, চলচ্চিত্র একটি দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরার অন্যতম মাধ্যম। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস আছে, ঐতিহ্য আছে, হাজার বছরের সংস্কৃতি আছে। সেগুলো তুলে ধরার জন্য এটি একটি বড় আয়োজন। এ প্রতিযোগিতা শর্টফিল্ম নির্মাণে এবং মত প্রকাশে তরুণদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সব সময় চলচ্চিত্রে পরিবর্তন আসছে। নতুন নতুন কাজ আমাদের ফিল্ম ইন্ড্রাস্টিকে সমৃদ্ধ করছে। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন জন বিভিন্ন সময় গুরুত্বপর্ণ ভূমিকা রেখেছেন। ফলশ্রুতিতে এখন চলচ্চিত্রের স্বর্ণযুগ। তরুণরা এ শাখাকে আরও উন্নত করতে পারে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের বাকস্বাধীনতা এবং সৃজনশীলতার বিকাশ করার জন্য সরকার সব সময়ই সহায়ক ভূমিকা পালন করছে।

অন্য বক্তারা বলেন, আমাদের যুবকদের সঠিক পথে রাখার জন্য তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দেওয়া উচিত। এতে তারা আরো দায়িত্বশীল ও সচেতন হবে।

ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২১ এ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভাগে ২১টি পুরস্কার দেওয়া হবে। এজন্য ডকুমেন্টারি ও শর্টফিল্ম বিভাগে ১০০ সেকেন্ড থেকে ৫ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্র জমা দিতে পারবেন। নিবন্ধন ও চলচ্চিত্র জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইট https://dhaka.oicyouthcapital.com/p/dhaka-oic-youth-capital-film-awards/ থেকে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।